নিজস্ব প্রতিবেদন: লাফিয়ে বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যেই রাজ্যে পঞ্চম দফার ভোট নেওয়া হচ্ছে শনিবার। ভোট হবে রাজ্যের ৬ জেলার ৪৫ আসনে।  এই দফার জন্য থাকছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে ভোটের কাজে লাগানো হবে ৮৫৩ কোম্পানি বাহিনী। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দফায় থাকছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের(Darjeeling) সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পংয়ের ১টি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন, নদিয়ার ৮ আসন, পূর্ব বর্ধমানের ৮ আসন।


আরও পড়ুন-শীতলকুচিতে সেদিন Central Force না থাকলে বুথ দখল হয়ে যেত, দাবি কমিশনের


পঞ্চম দফায় বারাসতে থাকছে ৬৯ কোম্পানি, ব্যারাকপুরে  ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধান নগরে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, কৃষ্ণনগরে ১১ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাটে  ১৪০ কোম্পানি,শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯। প্রতিটি সেক্টর অফিসে একজন এএসআই ও ৪ জন কনস্টেবল থাকছেন।


এই দফায় লড়াইয়ের ময়দানে উল্লেখযোগ্য যাঁরা


জ্যেতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চিরঞ্জিত, মদন মিত্র, ব্রাত্য বসু, রাহুল সিনহা(Rahul Sinha), শমীক ভট্টাচার্য, অদিতি মুন্সি, সুজিত বসু, অশোক ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, পার্নো মিত্র, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন-প্রচারে নিষেধাজ্ঞার মাঝে ধরনায় বসে কি বিধিভঙ্গ Mamata-র? স্পষ্ট করল কমিশন


কোন জেলার কোন আসনে ভোটগ্রহণ


পূর্ব বর্ধমান


বর্ধমান দক্ষিণ, রায়না , জামালপুর , মন্তেশ্বর, কালনা ,খণ্ডঘোষ , মেমারি, বর্ধমান উত্তর।


নদিয়া


রানাঘাট উত্তর-পূর্ব , রানাঘাট দক্ষিণ , চাকদহ, কল্যাণী , হরিণঘাটা, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ।


উত্তর ২৪ পরগনা


দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ , সন্দেশখালি , বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ ,পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত।


জলপাইগুড়ি


নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি , জলপাইগুড়ি , রাজগঞ্জ , ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল।


কালিম্পং


কালিম্পং


দার্জিলিং


মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, দার্জিলিং, কার্শিয়াং।