WB assembly election 2021: `BJP-র থেকে টাকা পেলে ৯৯% ভাইপোকে দিয়ে দেব,` মালদহের সভায় বললেন Owaisi
বিজেপির টাকা খেয়ে ওয়াইসি সংখ্যালঘু ভোট ভাগ করতে এসেছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে এআইএমআইএম প্রার্থীর হয়ে ভোটপ্রচারে এসে মমতা-মোদীকে একবন্ধনীতে ফেলে আক্রমণ করলেন আসাউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। চ্যালেঞ্জ ছুড়লেন, বিজেপির থেকে টাকা খেয়ে থাকলে তার ৯৯% ভাইপোকে দিয়ে দেবেন।
বিজেপির টাকা খেয়ে ওয়াইসি সংখ্যালঘু ভোট ভাগ করতে এসেছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার মালদহের মালতিপুর বিধানসভা কেন্দ্রের মিম প্রার্থী মতিউর রহমানের সমর্থনে জালালপুরে জনসভায় আসাউদ্দিন (Asaduddin Owaisi) বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলছেন ওয়াইসি বিজেপির থেকে টাকা নিয়েছে। তোমার কাছে যদি প্রমাণ থাকলে দেখাও। তাহলে ওই টাকার ৯৯% ভাইপোকে দিয়ে দেব। বাংলায় দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অধিকারের দাবিতে লড়ব।' সিএএ বিল পাসের সময় তৃণমূলের ৮ সাংসদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াইসি। তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ও নরেন্দ্র মোদি ভাই বোনের জুটি।
গত লোকসভা ভোটে হেরেছিলেন তৃণমূল প্রার্থী মৌসুম নুর। সেই প্রসঙ্গ তুলে ওয়াইসি (Asaduddin Owaisi) বলেন,'মৌসম নুরকে আপনারা ভোট দিয়েছিলেন? তাহলে বিজেপি জিতল কীভাবে? আমরা তখন এখানে ছিলাম না। এখন মমতা বলছেন ওয়াইসি রাজ্যে ঘনঘন আসছে। এবার থেকে আসতে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই মৌসুম নুরের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছিল।'
সংখ্যালঘু ভোট ভাগ না করার বার্তা দিয়েছেন মমতা। এ নিয়ে তৃণমূল নেত্রীর উদ্দেশে ওয়াইসি (Asaduddin Owaisi) বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ব্রাহ্মণ। ব্রাহ্মণ সমাজকে একত্রিত হতে বলছেন না। মুসলিমদেরকে একত্রিত হয়ে ভোট দিতে বলছেন। না তো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রানি, আর নরেন্দ্র মোদিও ভারতের রাজা নন।'
আরও পড়ুন- WB assembly Election 2021: গদ্দার আমি! বিভীষণ তো ওঁর ঘরে, Mamata-কে পাল্টা Rajib-র