নিজস্ব প্রতিবেদন: পার্টি অফিসে দলের প্রার্থীকে লক্ষ্য করে গুলি। উল্লেখযোগ্য সাফল্য পেল মালদহ পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় পুলিসের জালে বিজেপির  এক নেতা। ধৃত ওই নেতার নাম নিতাই মণ্ডল। তিনি ওল্ড মালদহ মণ্ডলের সভাপতি।


আরও পড়ুন-চারদিকে ছড়িয়ে পড়ে PPE Kit-Mask, ময়লায় ভর্তি বাথরুম, ভয়ঙ্কর পরিস্থিতি জলপাইগুড়ি Covid হাসপাতালের


গত ১৮ এপ্রিল মালদা বিধানসভার ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর জখম হয় প্রার্থী। দলীয় কার্যালয়ে কীভাবে হামলা? ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে। তদন্ত শুরু করে পুলিস।


ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করে মালদহ(Malda) থানার পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করেই ওই  ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী বিজেপি নেতা নিতাই মন্ডলের নাম উঠে আসে। নিতাই মন্ডলের খোঁজ শুরু করে পুলিস। আজ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গেছে আজই তাকে আদালতে তোলা হবে।


আরও পড়ুন-চরম সংকটে দিল্লি, বাংলা থেকে ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাল SAIL


এদিকে, গ্রেফতার নিয়ে নিতাই মণ্ডলের স্ত্রী বলেন, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে নিতাইকে। এর পেছনে দলের কেউ আছে নাকি বিরোধী কেউ রয়েছে তা বলতে পারছি না। ওকে যতটা জানি, ও কোনও অন্যায়কে সমর্থন করেনি। কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয়। কোনও অন্যায় কাজ করতে পারে না।