চারদিকে ছড়িয়ে পড়ে PPE Kit-Mask, ময়লায় ভর্তি বাথরুম, ভয়ঙ্কর পরিস্থিতি জলপাইগুড়ি Covid হাসপাতালের

 সমস্যার কথা স্বীকার করে নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Updated By: May 1, 2021, 03:35 PM IST
চারদিকে ছড়িয়ে পড়ে PPE Kit-Mask, ময়লায় ভর্তি বাথরুম, ভয়ঙ্কর পরিস্থিতি জলপাইগুড়ি Covid হাসপাতালের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে তার জন্য একপ্রকার আংশিক লকডাউন চালু করেছে রাজ্য সরকার। এরমধ্যেই ভয়ঙ্কর ছবি ধরা পড়ল জলপাইগুড়ির কোভিড হাসপাতালে। সমস্যার কথা স্বীকার করে নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ডে এবার জ্ঞানবন্ত সিংকে তলব CBI-এর, মঙ্গলবার হাজিরার নির্দেশ


  
জলপাইগুড়ি কোভিড হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট(PPE Kit), মাস্ক , গ্লাভস। পাশাপাশি কোভিড হাসপাতাল ঢেকে গিয়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছায়। হাসপাতালে বাথরুম ময়লায় ভর্তি। সাফাই ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ রোগীদের।

আরও পড়ুন- চরম সংকটে দিল্লি, বাংলা থেকে ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাল SAIL

সমস্যার কথা স্বীকার করে নিলেন জলপাইগুড়ি(Jalpaiguri) মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক। তিনি বলেন পিপিই কিট বা অন্যান্য সামগ্রী নেবার জন্য যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া ছিল তারা ময়লা নিয়ে যাচ্ছে না। পাশাপাশি সাফাইয়ের বিষয় নিয়ে তিনি জানান কোভিড হাসপাতাল সাফাই করার লোক পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। গুরুত্বের সাথে বিষয়টি আমরা দেখছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

.