নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।  এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বন্দ্যোপাধ্যায়কে গত মঙ্গলবার একদফা জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সারদা মামলায় TMC মুখপাত্র Kunal Ghosh-কে জিজ্ঞাসাবাদের জন্য সমন ED-র 


সোমবার বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রের দিঘলগ্রামের এক সভায় লকেট বলেন, নিজের বউমা কয়লা চোর। আর মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বাংলার বউমাদের কয়লা চোর বানিয়ে দিলেন। নিজের বাড়ির ঝামেলা নিজে মেটান। বাংলার বউমাদের জড়াচ্ছেন কেন? এভাবে বাংলার বউমাদের অপমান করবেন না। প্রসঙ্গত, রুজিরাকে জেরার পর এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাংলার বউমাদের কয়লা চোর বানিয়ে দেওয়া হচ্ছে। তারা কি কয়লা চোর!


আরও পড়ুন-Pamela-র গাড়িতে পাওয়া কোকেন কেনে Rakesh-ই, জানালেন সরকারি আইনজীবী


এদিন লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) আরও বলেন, কয়লা কাণ্ডে দোষীরা সাজা পাবে। তদন্ত চলছে। আগামিদিনে কয়লাকাণ্ডে কালীঘাটের দোষীরাও ধরা পড়বে। 


রবিবার বামেদের ব্রিগেড প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ওটা বামেদের ব্রিগেড ছিল না, ছিল ভাইজানের ব্রিগেড। নিজেদের ভোটের পার্সেন্টেজ বাড়াতে বামেরা আগুন নিয়ে খেলা করছে।