WB Assembly Election 2021: Rajib-এর কনভয় ঘিরে বিক্ষোভ-কালো পতাকা, তুলকালাম সলপ
পুলিসের লাঠিচার্চের প্রতিবাদে সলপ বাজার অবরোধ করে তৃণমূল সমর্থকরা
নিজস্ব প্রতিবেদন: বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে তুমল বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। দেখানো হল কালো পতাকা। উঠল গো ব্যাক স্লোগান। সবেমিলিয়ে তুলকালাম ডোমজুড় বিধানসভার সলপ বাজার।
আরও পড়ুন- 'Saayoni বহিরাগত', আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ TMC কর্মীদের
শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ডোমজুড়ে এক কর্মীসভা থেকে ফেরার পথে সলপ বাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে ধরে একদল তৃণমূল(TMC)সমর্থক। তারা কালো পতাকা(Black Flag) দেখায় রাজীবকে। ডোমজুড়ের গদ্দার বলেও কেউ কেউ চিত্কার করে ওঠেন। এনিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে বিধানসভা নির্বাচনে(WB Assembly Election 2021) বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার দিনই বিক্ষোভের মুখোমুখী হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)।
আরও পড়ুন-WB Assembly Election 2021: বিদেশ বসু গো ব্যাক, উলুবেড়িয়ায় তুমুল বিক্ষোভ TMC-র একাংশের
পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় রাজীবের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা বাহিনীর মারধরে আহত হন কয়েকজন তৃণমূল সমর্থক। পুলিসের লাঠিচার্চের প্রতিবাদে সলপ বাজার অবরোধ করে তৃণমূল সমর্থকরা।