নিজস্ব প্রতিবেদন: বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণার পর ইশতেহার থেকে জনসভা, প্রার্থী ঠিক করা থেকে দলের শীর্ষ নেতাদের রাজ্যে এনে প্রচারে ঝড় তোলার কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর এ সপ্তাহেই প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলতে পারে বিজেপি। এনিয়ে তত্পরতা শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গঙ্গা জলে শুদ্ধিকরণ, Rajib-এর বিধায়ক অফিসের দখল নিল TMC


প্রার্থী তালিকা ঠিক করা নিয়ে সোমবার বাইপাসের ধারে এক হোটেলে বৈঠকে বসেন রাজ্য বিজেপি নেতারা। ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiyo), অরবিন্দ মেননের মতো নেতা। এছাড়াও ডাকা হয়েছিল প্রতিটি জেলার ও জোনের নেতাদের। তাঁদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা নেওয়া হয়েছে। ওই সব নাম কাটছাঁট করে একটি সংক্ষিপ্ত তালিকা পাঠানো হবে দিল্লিতে।


আরও পড়ুন-'বিবাহিত সম্পর্কে ধর্ষণ বলে কি কিছু হয়?' মহিলাকে প্রশ্ন Supreme Court-এর


রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ৪ মার্চ দিল্লিতে বসছে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির(CEC) বৈঠক। সেখানে রাজ্যের পাঠানো প্রার্থী তালিকা থেকে কাটছাঁট করে প্রথম ২ দফা ভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার ভোট নেওয়া হবে ২৭ মার্চ।