নিজস্ব প্রতিবেদন: শনিবার বিজেপির প্রার্থী ঘোষণা  হওয়ার পর প্রার্থী নিয়ে দলীয় নেতা-কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে। সেই ক্ষোভ ম্যানেজ করতে কালঘাম ছুটছে বিজেপি নেতাদের। এবার বিধানসভা নির্বাচনে(WB Assembly Election 2021) সবংয়ে প্রার্থী নিয়ে ক্ষোভের মুখে বিজেপি নেতৃত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ধুতি-পাঞ্জাবিতে মিঠুনের বাঙালিয়ানা, ব্রিগেড মঞ্চে 'বহিরাগত' কটাক্ষের জবাব বিজেপির


রবিবার সকাল থেকে  প্রার্থী প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন সবংয়ের বিজেপি কর্মীদের একাংশ। আজ সবং(Sabang) বাজারপাড়া সহ বিভিন্ন এলাকায় পথে নেমে প্রার্থী বদলের ডাক দিলেন দলীয় কর্মীরা।


উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে আসা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি(Amulya Maiti)। স্থানীয় বিজেপি(BJP) দাবি নেতা-কর্মীদের পছন্দ হয়নি এই প্রার্থী। শুধু প্রার্থী বদলের দাবিই নয়, নেতাদের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। এমনকী প্রার্থী বদল না হলে ভোটের অঙ্ক কমবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।


আরও পড়ুন-'বাংলায় যাঁরা থাকেন, তাঁরা সবাই বাঙালি,' ব্রিগেড মঞ্চে জোর সওয়াল মিঠুনের


এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য(Antara Bhattacharya) অবশ্য স্পষ্টই জানিয়েছেন, বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। এখানে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কিছু ক্ষোভ ছিল।, ইতিমধ্যে সেই সমস্যা মিটে গেছে। কিন্তু ভোটের আগে প্রার্থী নিয়ে এহেন দলীয় কোন্দল যে তাঁদের যথেষ্ট ভীতির কারণ হচ্ছে, তা আড়ালে জানিয়েছেন অনেক বিজেপি নেতাই।