নিজস্ব প্রতিবেদন: আদিবাসী ও দলিতদের জন্য বিজেপি কাজ করছে কেন্দ্র, জঙ্গলমহলে প্রচারে এসে এমনটাই দাবি করেছিলেন  নরেন্দ্র মোদী। আর বুধবার বান্দোয়ানে তৃণমূল প্রার্থী সন্ধ্য়রানী টুডু ও রাজীব লোচন সরেনের সমর্থনে সভা করতে এসে বিজেপিকে নিশানা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিপাকে Jitendra Tiwari, প্রচারে বেফাঁস মন্তব্য় করায় শো কজ কমিশনের


ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী(Hemanta Soren) বলেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আদিবাসী ও দলিতদের বিকাশ হবে না। আদিবাসীদের একতাকে ভাঙতে চাইছে বিজেপি(BJP)। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন এবার ভোটে তৃণমূল প্রার্থী রাজীব লোচন সরেন জিতলে ভাববেন আমি জিতেছি। আদিবাসী একতা জিতেছে।


আরও পড়ুন-গুরুতর অভিযোগ, ডোমজুড়ে TMC প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে চিঠি Rajib-এর


এই পশ্চিমঙ্গই আগামিদিনে বিজেপির ভাগ্য ঠিক করে দেবে বলে মন্তব্য করেন হেমন্ত সরেন। তিনি আরও বলেন, এই দেশে বছরের পর বছর ধরে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান বসাবাস করে আসছে। সেটাকেই টার্গেট করেছে বিজেপি। যারা ভোট কিনতে চান তাদের থেকে সাবধান। এরাজ্যে মা-মাটি-মানুষের সরকার রাজ্য়ের অদিবাসী ও দলিতদের উন্নয়নে কাজ করছে। তাই এই সরকারের পাশে দাঁড়ান। বিজেপিকে কোনওভাবেই এরাজ্যে আনা যাবে না। বরং রাজ্য থেকে বিজেপিকে সাফাই করুন।