WB Assembly Election 2021: বিপাকে Jitendra Tiwari, প্রচারে বেফাঁস মন্তব্য় করায় শো কজ কমিশনের

নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোটদাতাদের ধর্ম নিয়ে কিছু বলা যায় না

Updated By: Mar 24, 2021, 04:03 PM IST
WB Assembly Election 2021: বিপাকে Jitendra Tiwari, প্রচারে বেফাঁস মন্তব্য় করায় শো কজ কমিশনের

নিজস্ব প্রতিবেদন: বিপাকে পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী। নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ জিতেন্দ্র তিওয়ারিকে শো কজ করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন- রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণে রাখতে কমিশনের নির্দেশ রাজ্য প্রশাসনকে

কেন শো কজ? ভোটের প্রচারে বেরিয়ে গত সোমবার জিতেন্দ্র তিওয়ারি ঘোষণা করেন, ভোটে জিতলে পান্ডবেশ্বরের(Pandabeswar) প্রবীণদের বিনা খরচে অযোধ্য়া নিয়ে যাবেন।

এদিন প্রচারে নেমে জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari) বলেন, বিগত ৫ বছর পান্ডবেশ্বরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখানকার মানুষ আমাদের ভালোবাসেন। আর এখানে একজন রয়েছেন দিদির সৈনিক। যিনি বলছেন, সবার ঠ্যাং ভেঙে দেবেন, পা ভেঙে দেবেন। আমার ঠ্য়াং ভাঙছিলেন, আমি বরদাস্ত করছিলাম। উনি বলেছেন, যারা রাম নাম নেবেন তাদের ট্যাং ভেঙে দেবেন। এত মানুষ রাম নিচ্ছেন। কার ট্যাং ভাঙবেন! আর আমি বলি, নির্বাচনে জেতার পর পান্ডবেশ্বরে(Pandabeswar) যারা বয়স্ক মানুষ রয়েছেন তাঁদের দলের তরফ থেকে তাদের অযোধ্য়া নিয়ে যাব। রামলালা দর্শন করিয়ে আনব। চ্যালেঞ্জ করছি এক সময়ে পান্ডবেশ্বরের প্রতিটি গলি থেকে আওয়াজ আসবে জয় শ্রীরাম।

আরও পড়ুন- ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী, কাঁথিতে আশ্বাস Modi-র

উল্লেখ্য, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোটদাতাদের ধর্ম নিয়ে কিছু বলা যায় না। আর সেই কথাই বলে বসেছেন বিজেপি প্রার্থী। 

.