নিজস্ব প্রতিবেদন : বুথ স্লিপের সঙ্গেই হাতে গুঁজে দিচ্ছিলেন বিজেপির সংকল্পপত্র! বুথ স্লিপের (Booth Slip) আড়ালে বিজেপির সংকল্পপত্র (BJP Manifesto) বিলি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়লেন এক বুথ লেভেল অফিসার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে (Jhargram)। বুথ লেভেল অফিসারের (Booth Level Offiecr) এভাবে দলীয় সংকল্পপত্র বিলির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ওই অফিসারকে শো-কজ করা হয়েছে। পাশাপাশি, তৃণমূল ওই অফিসারকে বিজেপি কর্মী বলে তোপ দেগেছে। উল্লেখ্য, শনিবারই ভোট রয়েছে ঝাড়গ্রামের ৪টি বিধানসভা কেন্দ্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকায় অপর্ণা মন্ডল নামে ওই বুথ লেভেল অফিসার (Booth Level Offiecr) বুথ স্লিপ বিলির সঙ্গে বিজেপির সংকল্পপত্র গুঁজে দিচ্ছিলেন বলে অভিযোগ। রাস্তায় এক মহিলার হাতে বিজেপির সংকল্পপত্র (BJP Manifesto) ধরিয়ে দেওয়ার সময়ই হাতে-নাতে ধরা পড়ে যান তিনি। তাঁকে বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্পপত্র বিলি করতে দেখে ফেলেন নির্বাচন কমিশনের লোকজন। সঙ্গে সঙ্গেই ওই বুথ লেভেল অফিসারকে ধরে ফেলেন তাঁরা। শুধু রাস্তায় বুথ স্লিপ (Booth Slip)  বিলির সময় নয়, অপর্ণা মন্ডল নামে ওই বিএলও বাড়ি বাড়ি গিয়েও  বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্পপত্র বিলি করেছেন বলে অভিযোগ।


এঘটনায় ঝাড়গ্রামের বিডিও অভিঞ্জা চক্রবর্তী জানিয়েছেন, "আমরা ওই অফিসারকে ডেকে পাঠিয়েছি। উনি কেন এই ধরনের কাজ করেছেন, তা লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।" অন্যদিকে, তৃণমূলের (TMC) অভিযোগ, ওই অফিসার আসলে একজন বিজেপি কর্মী! এপ্রসঙ্গে ঝাড়গ্রাম শহর যুব তৃণমূলের সহ সভাপতি উজ্বল পাত্র বলেন,"ওই অফিসার আগেও বাড়িতে বাড়িতে বুথ স্লিপের সাথে বিজেপির সংকল্পপত্র বিলি করেছেন। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলাম। নির্বাচন কমিশন এখন হাতে-নাতে ধরেছে। এতেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। মানুষ এর যোগ্য জবাব দেবে।"


আরও পড়ুন,  'ধর্ষকের কাকাকে ভোট নয়, চরিত্রহীন প্রার্থী মানছি না,'  BJP-র ব্যানারে চাঞ্চল্য দুর্গাপুর পশ্চিমে


ভোটের আগেই শালবনিতে BJP কর্মী 'খুন', রিপোর্ট তলব কমিশনের