নিজস্ব প্রতিবেদন: শুক্রবারই দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় মাল বিধানসভা কেন্দ্রে বুলুচিক বরাইকের নাম দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। বুলুচিক প্রার্থী হতেই শনিবার সকালে তাঁকে সংবর্ধনা দিলেন দলের একাধিক কর্মী। উপস্থিত ছিল বেশ কিছু সংগঠনও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুলুচিকের (Bulu Chik Baraik) বাড়ি ডুয়ার্সের মাল ব্লকের (Mal Block) রাঙামাটি চা বাগান (Rungamattee Tea Estate) এলাকা। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হতেই শনিবার সকালে রাঙামাটি বাড়িতে এবং রাঙামাটি পঞ্চায়েত কার্যালয়ের সামনে তাঁকে খাদা পরিয়ে পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দিলেন দলের এসটিএসসি এবং ওবিসি সেলের প্রতিনিধিরা। ভিড়ে ঠাসা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু সম্প্রদায়ের (Minority Cell) প্রতিনিধিরা ও মাল ব্লকের ৬ অঞ্চলের অঞ্চল সভাপতিরা। 


আরও পড়ুন: তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার দিকে তাকিয়ে মালবাজার


সংবর্ধনা নিয়ে বুলুচিক বলেন, দিদি আমাকে প্রার্থী করেছেন। আমরা উপর ভরসা রেখেছেন। এজন্য নেত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। আমাদের নেত্রী উন্নয়নে বিশ্বাসী একজন মুখ্যমন্ত্রী। 'দুয়ারে সরকার', 'রূপশ্রী', 'কন্যাশ্রী'-সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের উন্নয়ন করে চলছেন। ডুয়ার্সের (Dooars) চা-বাগানের আদিবাসী মানুষদের জন্য 'চা-সুন্দরী' (cha sundari), জয় জোহার পেনশন (jai johar pension scheme) সহ বহু প্রকল্প চালু করেছেন। চা-বাগানের মানুষজন সুবিধা পাচ্ছেন। কেন্দ্রের বিজেপি সরকার শুধু ভাঁওতা দিয়ে যাচ্ছেন। 


এখানেই না থেমে আক্রমণ করেই যান বুলুচিক। বিজেপি-কে (BJP) বিঁধে বলেন, ওরা বলেছিল, প্রতিটি মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা হল কেউ টাকা পেলেন না। বলেছিল, বছরে ২ কোটি বেকারের চাকরি হবে। অথচ প্রতিদিন মানুষ কাজ হারাচ্ছেন। ভোটের সময় মিথ্যা কথা বলে ভোট চাইছে। মানুষ এর জবাব দেবে। আমাদের (TMC) বিশ্বাস আছে আমরা বিপুল ভোটে জিতব এবং মানুষের জন্য কাজ করব। 


বুলুচিক জানান, আগামি  দু-একদিনের মধ্যেই পুরোদস্তুর প্রচারে (Campaigning) নামবেন তিনি। 


আরও পড়ুন: ভোট-মরসুমেই সেতু-সম্ভাবনা প্রবল ডুয়ার্সবাসীর