তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার দিকে তাকিয়ে মালবাজার

নতুন মুখ কারা জানতে আগ্রহী নেতাকর্মী। 

Updated By: Mar 1, 2021, 04:46 PM IST
তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার দিকে তাকিয়ে মালবাজার

নিজস্ব প্রতিবেদন: সামনেই বিধানসভা ভোট। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে। যদিও এখনও কোনও দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি।

তবে জানা গিয়েছে, সোমবার বিকেলে বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। শোনা যাচ্ছে, এবারের নির্বাচনে বেশ কিছু মন্ত্রী এবং বিধায়কের নাম বাদ পড়তে পারে। এ ব্যাপারে মালবাজারের (Malbazar) তৃণমূলের বিধায়ক বুলুচিক বড়াইক (Bulu Chik Baraik) বলেন, আমি গতবারের বিধায়ক (MLA) ছিলাম। তবে এবার দিদি যাঁকেই প্রার্থী করুন, আমি তাঁকেই সমর্থন করব। সেই প্রার্থীকে জিতিয়ে আনার সব রকম চেষ্টা করব।

আরও পড়ুন: ভোট-মরসুমেই সেতু-সম্ভাবনা প্রবল ডুয়ার্সবাসীর

তবে সব মিলিয়ে মমতা ব্যানার্জির প্রার্থীতালিকা (Candidate List) নিয়ে একটা সর্বস্তরের আগ্রহ তৈরি হয়েছে উত্তরবঙ্গের (north bengal) রাজনীতিতে। সেই তালিকায় কাদের নাম থাকে, কোনগুলি বাদ যায়, সেই দিকেই এখন তাকিয়ে মালবাজার ও নাগরাকাটা বিধানসভার তৃণমূলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন: হাওড়ায় পরিবর্তন যাত্রা বিজেপি'র; তৃণমূল জানাল, মানুষ মমতাকেই চাইছে

.