নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে (Madan Mitra) তলব করল ইডি (Enforcement Directorate)। নোটিস দিয়ে গত ১৮ মার্চ সিজিও (CGO) কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে কামারহাটির (Kamarhati) তৃণমূল প্রার্থীকে। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সারদাকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালের ১২ ডিসেম্বর সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন তৃণমূল মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। ২২ মাস জেলে কাটানোর পর জামিন পান তিনি। আলিপুর আদালতে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছিল তাঁকে।


আরও পড়ুন:  WB Assembly Election 2021: গয়না ১ ভরির কম, বাড়িও নেই, মনোনয়নে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ জানালেন Mamata


সারদা কাণ্ডে জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পরেও একাধিকবার ইডি (ED) এবং সিবিআই (CBI) মদন মিত্রকে তলব করেছে। প্রথমে প্রভাবশালী তত্ত্বে বেশ কয়েকবার জামিন খারিজ হয়ে গেলেও পরে ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি।


উল্লেখ্য, এ দিনই আরও এক তৃণমূল নেতা সমীর চক্রবর্তী (Samir Chakraborty) সারদাকাণ্ডে (Sarada case) ইডি দফতরে হাজিরা দেন। তাঁকে সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি দিন কয়েক আগে আর কুণাল ঘোষকেও হাজিরা দিতে হয় ইডি দফতরে।