নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক বৈঠকে কোভিড বিধি মেনেই ভোট করার প্রতিশ্রুতি দিল কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার শিলিগুড়িতে কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠক হল। সেখানে বাংলার বিধানসভা ভোট নিয়ে কী ভাবে ভাবছে কমিশন, তা সাংবাদিকদের জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। রাজ্যে প্রথম দফা ভোট আগামী ২৭ মার্চ।


আরও পড়ুন: WB Assembly Election LIVE: বাঁকুড়ার বিষ্ণুপুরে নির্বাচনী প্রচারে মমতা


কমিশনের ফুলবেঞ্চের তরফে (A full bench of the Election Commission of India) মুখ্য নির্বাচন কমিশনার জানান, সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র একতলায় হবে। শান্তিপূর্ণ ভাবে ভোট করতে কমিশন দায়বদ্ধ। রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে নির্দেশ দেয় কমিশন। কারও বিরুদ্ধে অভিযোগ এলেই তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেয় কমিশন। বাংলার ভোটে মোট সাধারণ পর্যবেক্ষকের সংখ্য়াও কমিশন এই বৈঠকে জানিয়ে দেয়। বাংলায় মোট সাধারণ পর্যবেক্ষক থাকছেন ২০৯জন। কোভিডবিধি (Covid Protocol) যথাযথ মেনেই ভোট করা হবে এই মর্মেও আশ্বাস দেয় কমিশন।


প্রসঙ্গত, মঙ্গলবারই উত্তরবঙ্গের আট জেলার ডিএম এসপি'দের ননিয়ে বৈঠক করেছে কমিশন। আর তারপরেই বুধবারের এই বৈঠক। এ রাজ্যে মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল মোট ৮ দফায় ভোট। ফল প্রকাশ ২ মে।


আরও পড়ুন: WB assembly election 2021: জিতে নাগরাকাটার মানুষের জন্য কাজ করবেন, বিজেপি প্রার্থী Puna Bhengra