WB assembly election 2021: জিতে নাগরাকাটার মানুষের জন্য কাজ করবেন, বিজেপি প্রার্থী Puna Bhengra

ভুটান সীমান্ত-এলাকা চামুর্চিতে ভোট-প্রচারে নাগরাকাটার বিজেপি প্রার্থী পুনা ভেংরা।

Updated By: Mar 24, 2021, 12:08 PM IST
WB assembly election 2021: জিতে নাগরাকাটার মানুষের জন্য কাজ করবেন, বিজেপি প্রার্থী Puna Bhengra

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোট সামনে আসতেই ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে সব রাজনৈতিক দলই। 
বুধবার প্রচারে বেরিয়ে পড়েছেন নাগরাকাটার বিজেপি প্রার্থী পুনা ভেংরাও।

বুধবার সকাল-সকাল নাগরাকাটার (nagrakata) বানারহাট এলাকার ভারত-ভুটান সীমান্ত এলাকা চামুর্চিতে ভোট-প্রচারে বেরিয়ে পড়লেন পুনা ভেংরা (Puna Bhengra)। এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাজার এবং সন্নিহিত গ্রামে প্রচার করেন তিনি। বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। চামুর্চি এলাকায় নেপালি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। তাই এই সব মানুষের কাছে বেশি করে পৌঁছে যান তিনি।

আরও পড়ুন: WB Assembly Election 2021: TMC থেকে আসা নেতাকে টিকিট কেন; প্রার্থী না বদলালে নির্দল দাঁড় করাব, বিক্ষোভ BJP সমর্থকদের

পুনা ভেংরাকে 'খাদা' (উত্তরীয়) পরিয়ে স্বাগত জানান এলাকার মানুষ। মানুষের কী কী সমস্যা আছে, তারও খোঁজ নেন বিজেপি (bjp) প্রার্থী। বিধানসভায় (assembly) জয়ী হয়ে তাঁদের জন্য কাজ করবেন বলে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন তিনি। প্রচারে আদিবাসী এবং নেপালি সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট।

এদিন চামুর্চি এলাকায় বিজেপির পার্টি অফিসের দ্বার উদঘাটনও করেন পুনা ভেংরা। 

আরও পড়ুন: WB Assembly Election LIVE: নারী শক্তির উত্থানই বিজেপির লক্ষ্য: মোদী

.