নিজস্ব প্রতিবেদন : "আমাদের একটু সাহায্য করে দাও না।" প্রথম দফার ভোটের দিন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের এই অডিয়ো বার্তা সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ফোনালাপ প্রকাশ করে রাজ্য সহ পর্যবেক্ষক অমিত মালব্য দাবি করেন যে, প্রলয় পালকে অনুরোধ-উপরোধ করছেন মমতা। এদিন টেঙ্গুয়ার সভা থেকে সেই অডিয়ো কাণ্ডে পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফোনালাপ সামনে আসতেই দলের তরফে কুণাল ঘোষ, সুব্রত মুখোপাধ্য়ায় জবাব দিয়েছিলেন। তবে সেদিন মমতা কিছু বলেননি। বললেন আজ টেঙ্গুয়ার সভায়। মমতা এদিন বলেন, "একটা কথোপকথন ভাইরাল করেছে। খবর ছিল কেউ কথা বলতে চায়। তাই কথা বলেছি। ওর অনুরোধে ফোন করলে দোষ কোথায়? সে ভাইরাল করলে তাঁর শাস্তি হওয়া উচিত। এরকম আমি আরও ফোন করব।" সাফ জবাব মমতার।


কী ছিল সেই অডিয়ো ক্লিপে? শুনে নিন আরও একবার-



মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপের কথা সেদিনই স্বীকার করেছিলেন বিজেপি নেতা প্রলয় পাল। যদিও তিনি যে তৃণমূল নেত্রীর অনুরোধ-উপরোধ কিছুই রাখতে পারবেন না, সেকথাও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ফোনেই।


আরও পড়ুন, 'হেলান দিয়ে আছি, পড়ব না,' সভামঞ্চে হুইল চেয়ার ছেড়ে দেশভক্তির পাঠ Mamata-র   


WB assembly election 2021 : 'ভোট মিটলেই সব পগার পার, ভোটের পর পুলিস আমাদের', হুঁশিয়ারি মমতার


WB assembly election 2021 : BJP-র হয়ে টাকা বিলি করছে কেন্দ্রীয় বাহিনী, সোনাচূড়ায় বিস্ফোরক মমতা