West Bengal Election 2021: 'হেলান দিয়ে আছি, পড়ব না,' সভামঞ্চে হুইল চেয়ার ছেড়ে দেশভক্তির পাঠ Mamata-র

| Mar 30, 2021, 18:18 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) শেষবেলার প্রচারে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গাইলেন জাতীয় সঙ্গীত। 

2/8

১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। তার আগে এ দিন শেষ দিনের প্রচারে অন্তিম জনসভা ছিল টেঙ্গুয়া মোড়ে। ওই জনসভায় হুইল চেয়ারে ভাষণ দেন মমতা (Mamata Banerjee)। 

3/8

ভাষণ শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার কথা। দলীয় নেতারা মমতাকে (Mamata Banerjee) জানান, 'আপনি চলে যান। তারপর জাতীয় সঙ্গীত গাওয়া হবে।'

4/8

রাজি হননি মমতা (Mamata Banerjee)। তিনি জানিয়ে দেন, উঠে দাঁড়াবেন। কোনও সমস্যা হবে না। দলনেত্রীর নির্দেশ অমান্য করার সাধ্য কারও হয়নি!       

5/8

সুব্রত বক্সী, দোলা সেন ও নিরাপত্তারক্ষীর সাহায্যে কার্যত এক পায়ে ভর করেই উঠে দাঁড়ান তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। সেই নন্দীগ্রামে চোট পাওয়ার পর হুইল চেয়ার ছেড়ে এই তাঁকে উঠে দাঁড়াতে দেখলেন কর্মী-সমর্থকরা। 

6/8

তাঁকে ধরে রাখলেও মমতা (Mamata Banerjee) বলেন,'হাত জোড় কর। আমাকে ধরতে হবে না। আমি ঠেসান দিয়ে আছি। পড়ব না।'    

7/8

জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আবার হুইল চেয়ারে বসে পড়েন। অনেকের মতে, এক পায়ে দাঁড়িয়ে যন্ত্রণা নিয়েও জাতীয় সংগীত গাইলেন। দেশভক্তির পাঠ পড়ালেন। 

8/8

গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অভিযোগ করেছিলেন, ৪-৫ জন ধাক্কা দেওয়ায় গাড়ির দরজায় পা চেপে গিয়েছে। গতকাল সরাসরি শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তৃণমূল নেত্রী।