নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরে পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। হুমকি দিয়েছেন ভোট বয়কটেরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার জলপাইগুড়ি (jalpaiguri)সদর ব্লকের গরালবাড়ি পঞ্চায়েত এলাকার সরকারপাড়ার বাসিন্দারা পানীয় জলের ইস্যুতে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, জল পেলেই ভোট দেবেন, নচেৎ নয়।


আরও পড়ুন: WB Assembly Election 2021: নন্দীগ্রামে ভোটের আগে বাড়ল নিরাপত্তা, Suvendu-র সুরক্ষায় মোতায়েন ৩০ মহিলা আধাসেনা


এলাকাবাসীর বক্তব্য, চারটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এখানে। কিন্তু আজ পর্যন্ত এখানে পানীয় জলের (drinking water) ব্যবস্থার ব্যাপারে কোনও দলকেই কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে নদী কিংবা এলাকা থেকে বেশ দূরে থাকা টিউবওয়েল থেকেই পানীয় জল আনতে হয় তাঁদের। তাঁদের আরও বক্তব্য, অপরিশোধিত পানীয় জল খেয়ে অসুস্থও হয়ে পড়ছেন তাঁরা।


এ বিষয়ে এলাকার এক পঞ্চায়েত সদস্য বলেন, ভোট মিটে যাওয়ার পরেই এখানে পানীয় জলের কাজ শুরু হবে।


আরও পড়ুন: WB assembly election 2021: মালবাজারে ১৩ এপ্রিল আসতে পারেন অমিত শাহ, জানান নাগরাকাটার বিজেপি প্রার্থী