নিজস্ব প্রতিবেদন:  'বিধায়ককে তো দেখতেই পাওয়া যায় না'।  একুশের ভোটে (WB Assembly Election 2021)  'ভুমিপুত্র'-কে তৃণমূল (TMC) প্রার্থী করার দাবিতে এবার পোস্টার পড়ল চন্দননগরে। পুরসভার অফিস-সহ শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে। কারা লাগিয়েছে? পোস্টারের নিচে লেখা, 'জনসাধারণ'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অপেক্ষা মাত্র একদিনের। নির্ঘণ্ট ঘোষণার পর সপ্তাহ খানেক পর শুক্রবার দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, শাসকদলে প্রার্থী তালিকায় এবার বড়সড় চমক থাকতে পারে। এমনকী, তালিকা থেকে বাদ পড়তে পারেন অনেক 'বড় বড়' নাম। তাঁদের মধ্যে ২ জন আবার রাজ্যের মন্ত্রী!


আরও পড়ুন: ঘোষণাই হয়নি, Gosaba-য় সম্ভাব্য BJP প্রার্থী হিসেবে প্রচার শুরু এই নেতার


২০১৬-তে চন্দননগর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। পরবর্তীকালে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী হন তিনি। এবারের ভোটের মুখে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চন্দননগরের বাসিন্দাদের একাংশ। তাঁদের সাফ কথা, 'এমন প্রার্থী নিয়ে কী হবে! তাঁদের তো দেখাই পাওয়া যায় না। যাঁরা এখানকার লোক, ভূমিপুত্র, তাঁদেরই দরকার'।  স্রেফ মুখের কথা নয়, 'চন্দননগরের ভূমিপুত্র এবং চন্দননগরের তৃণমূল কংগ্রেসের জন্মদাতা জয়দেব সিংহ-কে চন্দননগরের এমএলএ করতে হবে', এমনই পোস্টার পড়েছে পুরসভা-সহ শহরের বিভিন্ন এলাকায়।


আরও পড়ুন: করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট সংগ্রহ করবে নির্বাচন কমিশন


ঘটনাটি কীভাবে দেখছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব? যাঁকে 'চন্দননগরের এমএলএ' করার দাবিতে পোস্টার পড়েছে, সেই জয়দেব সিংহের বক্তব্য, 'কে বা কারা এটা লিখেছে, জানি না। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কেউ এটা লিখতে পারে, আবার বিরোধীদের চক্রান্তও হতে পারে। দলে আমার অবদানের কথা ভেবে আবেগে আমাদের কর্মীরাও লিখতে পারে'। স্থানীয় বিজেপি নেতা সোমনাথ সিংহের অবশ্য সোজাসাপ্টা প্রতিক্রিয়া, 'ওরা যাকে খুশি প্রার্থী করুক। শুধু এখানেই নয়, গোটা বাংলায় এবার পদ্মফুল ফুটবে'।