নিজস্ব প্রতিবেদন: প্রচারে বেরিয়ে পুলিসের বাধায় মিছিল করতে পারলেন না ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে কোনা এক্সপ্রেস ওয়ে অবরোধ করলেন বিজেপির সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আগামী ২ মে-র পর TMC গুন্ডাদের আর খুঁজে পাওয়া যাবে না, হুঁশিয়ারি Yogi Adityanath-এর


আজ  বাঁকড়ায় মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। সেই মতো কোনা এক্সপ্রেস ওয়েতে জড়ো হন বিজেপি সমর্থকরা। খেজুরতলা দিয়ে তাঁদের বাঁকড়ায় ঢোকার কথা ছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও শাহনাওয়াজ হুসেন। কিন্তু নির্বাচন কমিশন ওই মিছিলের অনুমতি দেয়নি। এর প্রতিবাদের কোনা এক্সপ্রেস ওয়েতে বসে পড়েন রাজীব বন্দ্য়োপাধ্যায়  ও বিজেপি সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে নামে পুলিস ও RAF


আরও পড়ুন-'ওইসব জেলায় অবজারভার ছিলেন শুভেন্দু',  BJP নেতার '৯০০ কোটি'র বোমার পাল্টা জবাব কুণালের


উল্লেখ্য, ওই মিছিলের জন্য অনুমতি চেয়েছিল বিজেপি। সূত্রের খবর, পুলিসের দাবি ছিল বিজেপির প্রস্তাবিত রাস্তা দিয়ে মিছিল গেলে উত্তেজনা সৃষ্টি হতে পারে। ওই কথা জানার পরই বিজেপির আবেদন বাতিল করে কমিশন। এদিন পুলিস রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee) ও বিজেপি সমর্থকদের সেকথা বুঝিয়ে বলে। তার পরেই অবরোধ তুলে নেওয়া হয়। এনিয়ে বিজেপির শীর্ষ নেতা শাহনাওয়াজ হুসেন বলেন, কাশ্মীরের মতো জায়গাতেও আমাদের রোখা হয়নি। আর বাংলাতে আটকে দেওয়া হল।