নিজস্ব প্রতিবেদন: ভোটের(WB Assenmbly Election 2021) মুখে রাস্তায় রাস্তায় চলছে পুলিসের চেকিং। আর তাতেই উদ্ধার হল বিপুল টাকা।  নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করে ওই বিপুল টাকা নিয়ে যাওয়ার অভিযোগ শিলিগুড়িতে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হোটেল থেকে বের হতেই দেখা করার মরিয়া চেষ্টা দলত্যাগী শ্যামার,ঘুরেও তাকালেন না Mamata


পুলিস সূত্রে খবর, রবিবার শিলিগুড়ির(Siliguri) ঝংকার মোড়ে আদিত্য আনন্দ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।  তাকে শেষপ্রর্যন্ত আয়কর বিভাগের(Income Tax) হাতে তুলে দেওয়া হয়। ধৃত ব্যক্তির বাড়ি বিহারের বেগুসরাই।



আরও পড়ুন-নন্দীগ্রামে প্রার্থীপদ বাতিলের দাবি, Mamata-র বিরুদ্ধে এবার কমিশনে BJP  


গতকাল সন্ধেয় শিলিগুড়ির ঝংকার মোড় দিয়ে একটি ই-রিক্সায় চড়ে যাচ্ছিলেন আদিত্য। গোপন সূত্রে পুলিসের কাছে খবর ছিল, ওই ব্যক্তির কাছে রয়েছে বিপুল টাকা। সেই খবরের উপরে ভিত্তি করেই রিক্সাটিকে আটকায় পুলিস। তল্লাশি চালাতেই একটি মিষ্টির প্যাকেটে ২০০০ ও ৫০০ টাকার নোটে মোট ৮০ লাখ টাকা বেরিয়ে আসে। ভোটের আগে কোন কাজের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে আয়কর দফতর।