নিজস্ব প্রতিবেদন : অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal) আক্রমণ করতে গিয়ে 'কুকথা'র তোড় বিজেপি নেতা শোভন চ্যাটার্জির (Sovan Chatterjee) মুখে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এদিন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাটে আসেন রোড শো করতে। সেই রোড শো থেকেই শোভন চট্টোপাধ্যায় হুঙ্কার দিলেন, "নবান্ন খালি করতে হবে, শুধু সময়ের অপেক্ষা।" পাশাপাশি তিনি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করতে গিয়ে বলেন, "কেষ্টদার মুখের ভাষা নেড়ি কুকুরের ল্যাজের মত।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের শ্রীফলা থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন। রোড শোয়ে অংশ নিয়ে শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee) বলেন, "হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমেছেন। রাস্তার দু'পাশে মানুষ দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে (BJP) অভিবাদন জানাচ্ছেন। আর এখান থেকেই লেখা হয়ে যাচ্ছে তৃণমূলের (TMC) ভবিষ্যৎ। চলে যেতে হবে। নবান্ন খালি করে দিতে হবে। বাংলার সরকার থেকে তৃণমূলের চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।" শোভন চট্টোপাধ্যায় এদিন আরও দাবি করেন, "আমরা ১০০ শতাংশ আশাবাদী বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। বীরভূমেও সম্ভবত ১১টি আসনের মধ্য়ে ১১টিতেই জিতবে ভারতীয় জনতা পার্টি।" 


এর কারণ হিসেবে অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) মুখের ভাষার কথা উল্লেখ করেন শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee)। বলেন, "কেষ্টদার যা মুখের ভাষা সেই ভাষাকে জবাব দেওয়ার সময় এসে গিয়েছে।" এরপরই তাঁর কটাক্ষ, "কেষ্টদার মুখের ভাষা নেড়ি কুকুরের ল্যাজের মত। একটু সোজা করে দেবেন আবার বেঁকে যাবে। কী বলতে হয়, মাথায় যখন অক্সিজেন ফুরিয়ে যায় তখন চলে যায়। আর কেষ্ট মন্ডলই যথেষ্ট বীরভূমে তৃণমূলকে (TMC) কবর দেওয়ার জন্য।" (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত শোভন চ্যাটার্জির মন্তব্যের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানাননি অনুব্রত মন্ডল।) 


আরও পড়ুন, ঘোষণার আগেই দেখে নিন বামেদের কে কোথায় প্রার্থী হতে চলেছেন


'আমার অন্যায়ের শাস্তি Mamata-কে দেবেন না,' জনসভায় ক্ষমা চাইলেন Anubrata