নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে বরাবরই উত্তেজনাপ্রবণ থাকে বাংলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। নানা রকম সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তেমনই একটি ঘটনা ঘটল সন্দেশখালিতে। স্থানীয় বিজেপি'র (bjp) তরফে অভিযোগ করা হল-- বিজেপি করার অপরাধে তাদের দুই কর্মীকে মারধর করেছে তৃণমূলের (tmc) লোকজন।


সনজিৎ মণ্ডল ও সুশান্ত দাস নামে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালির (sandeshkhali) ন্যাজাট থানার কানমারি গ্রামে। আহত দুই বিজেপি কর্মীকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 


আরও পড়ুন: WB Assembly Election 2021: তৃণমূলে ভোট দিলেই পড়ছে বিজেপিতে, দক্ষিণ কাঁথিতে উত্তেজনা


বিজেপি নেতা স্বপন সাহা অভিযোগ করে বলেন, আমাদের দু'জন কর্মীকে কানমারি মোড়ে মারধর করা হয় এবং জলে ফেলে দেওয়া হয়। এসবই তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের কাজ। এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের সন্দেশখালির নেতা তথা এবারে তৃণমূলের বিধানসভা প্রার্থী সুকুমার মাহাত জানান, এ বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এখন তো সব কিছুতেই বিজেপি তৃণমূলের দিকে অভিযোগ তোলে। 


ঘটনায় তদন্তে নেমেছে পুলিস।


আরও পড়ুন: WB Assembly Election 1st phase: BJP নেতা Soumendu Adhikari-র গাড়িতে হামলা, কাঠগড়ায় TMC-র ব্লক সভাপতি