TMC প্রার্থী তালিকায় বাদ পড়তে পারেন রাজ্যের ২ মন্ত্রী, সম্ভাব্য নতুন `মুখ` কে কে?
আগামিকাল শুক্রবার তৃণমূল (TMC) প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে খবর। দফাওয়াড়ি নয়, বরং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাই প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় (Candidate List) এবার থাকতে চলেছে বড়সড় চমক। সূত্রের খবর, বড়সড় রদবদল হতে চলেছে শাসকদলের প্রার্থী তালিকায়। তৃণমূলের তরফে আগেই জানা গিয়েছিল যে, কোভিড সুরক্ষায় এবার ৮০ বছর বা তার বেশি কাউকে বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2021) টিকিট দেওয়া হবে না। প্রার্থী করা হবে না অশীতিপর কাউকে। তৃণমূল সূত্রে আরও জানা যাচ্ছে, এবারের নির্বাচনে প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন অনেক 'বড় বড়' নাম। যার মধ্যে থাকতে পারেন রাজ্যের ২ মন্ত্রীও।
সম্ভাব্য বাদের তালিকায় কে কে রয়েছেন? চলুন দেখে নেওয়া যাক-
তৃণমূল (TMC) সূত্রের খবর, এবার ভোটে (WB Assembly Election 2021) প্রার্থী তালিকা (Candidate List) থেকে বাদ পড়তে পারেন খোদ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। টিকিট না পাওয়ার সম্ভাবনা তাঁর বেশি। সেইসঙ্গে বাদ পড়তে পারেন মালা সাহা, সোনালী গুহ, শঙ্কর সিং, পরেশ দত্ত, গৌরী শঙ্কর দত্ত, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জটু লাহিড়ী, ব্রজমোহন ব্যানার্জি প্রমুখ। এমনকি এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন রাজ্যের বিদ্যুত্ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও (Sovandeb Chatterjee)। কানাঘুষোয় এমনই শোনা যাচ্ছে। অথবা শোভনদেব চ্যাটার্জির কেন্দ্র বদল হতে পারে। প্রসঙ্গত, এবার ভোটে না দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করে তৃণমূল নেত্রীকে চিঠি দিয়েছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
এর পাশাপাশি, এবার প্রার্থী তালিকায় (Candidate List) সম্ভাব্য নতুন 'মুখ'-এও চমক থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) প্রার্থী করা হতে পারে বিজেপি নেতা শোভন চ্যাটার্জির প্রাক্তন স্ত্রী রত্না চ্যাটার্জিকে (Ratna Chatterjee)। তৃণমূল নেত্রীর ভাই বাবুন ব্যানার্জিকে (Babun Banerjee)। এছাড়াও সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন ঋতব্রত ব্যানার্জি, হুমায়ুন কবীর, জীবন সাহা, অতীন ঘোষ, মানিক ভট্টাচার্য, শুভঙ্কর সিং, তাপস মন্ডল, অশোক রুদ্র, দেবরাজ রায়, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জয়া দত্ত,তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা প্রমুখ। প্রসঙ্গত, ইস্তফা দেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন IPS হুমায়ুন কবীর। বুধবার তৃণমূলে যোগ দেন সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বীরবাহা হাঁসদা।
উল্লেখ্য, আগামিকাল শুক্রবার তৃণমূল (TMC) প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে খবর। দফাওয়াড়ি নয়, বরং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাই প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। আরও পড়ুন, ঘোষণার আগেই দেখে নিন বামেদের কে কোথায় প্রার্থী হতে চলেছেন