নিজস্ব প্রতিবেদন : সুতি (Suti) বিধানসভার তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের হয়ে ভোট করা সম্ভব নয়। ক্ষোভ উগরে বিধানসভা ভোটের মুখে সদলবলে তৃণমূল (TMC) ছাড়লেন মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সকাল থেকেই তাঁর তৃণমূল (TMC) ত্যাগ নিয়ে জল্পনা চলছিল। শেষে বিকেলে সুতির মহেন্দ্রপুরে কর্মীসভা করে সুতি (Suti) বিধানসভার তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। কর্মীদের জানান নিজের অসন্তোষ, অভিমানের কথা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম। এদিন মইদুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক জনপ্রতিনিধি, স্থানীয় নেতা কর্মীরা। তৃণমূল ছেড়ে এবার কোন দলে যাবেন মইদুল ইসলাম? এপ্রশ্নের উত্তরে এখনও কিছু স্পষ্ট করে জানাননি মইদুল। যদিও অন্য দলে যোগদানের জল্পনা জিইয়ে রাখেন তিনি। এবং সেক্ষেত্রে কংগ্রেসকেই (Congress) প্রথম পছন্দ বলে সাফ জানান।


যদিও তৃণমূল (TMC) শিবির মইদুল ইসলামের এই পদক্ষেপকে পাত্তা দিতে নারাজ। মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সাফ জানান, কোনওভাবেই বিচলিত নন তাঁরা। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস (Congress) নেতৃত্ব আবার মইদুল ইসলামকে দলে স্বাগত জানানোর বিষয়ে ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন। সবমিলিয়ে ভোটের আগে সুতিতে সরগরম রাজনৈতিক আবহাওয়া।


আরও পড়ুন, WB assembly election 2021: 'দিদির প্রার্থীকে সবচেয়ে বেশি ভোটে জিতিয়ে আনব,' টিকিট ক্ষোভ নয়, 'টিম গেম' আরামবাগে


ব্রিগেডে যেতেই খুঁড়ে ফেলা হয়েছে এলাকার চকচকে নতুন রাস্তা, Goutam Deb-কে নিশানা BJP-র