নিজস্ব প্রতিবেদন: মানুষ বিজেপিকে যতটা বিপদ ভাবছে, আসলে বিজেপি তার চেয়েও অনেক বড় বিপদ। উত্তরবঙ্গে ভোট-প্রচারে এমনই বললেন রাজ্যের প্রাক্তন এক মন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সন্ধ্যায় বানারহাট থানা এলাকার বন্ধ চা-বাগান রেডব্যাঙ্কে নাগরাকাটা বিধানসভার (nagrakata assembly) তৃণমূল কংগ্রেস প্রার্থী জোসেফ মুন্ডার (joseph munda) সমর্থনে নির্বাচনী সভা করতে এসেছিলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু (purnendu basu)। 


আরও পড়ুন: West Bengal Election 2021: কোচবিহারে আক্রান্ত Dilip, গাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ


এদিন পূর্ণেন্দুর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি-র সভানেত্রী দোলা সেন। তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি নয়ন দত্ত প্রমুখ।


পূর্ণেন্দু বসু এদিন স্পষ্ট করে বলেন, মানুষ বিজেপিকে যতটা বিপদ ভাবছে, আসলে বিজেপি (bjp) তার চেয়েও অনেক বড় বিপদ। সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে মমতা বন্দোপাধ্যায়কেই (mamata banerjee) আবার ফেরাতে হবে। পূর্ণেন্দু জানান, মমতা বন্দোপাধ্যায়ের সরকার ফের গঠিত হলে গোটা ভারতে এর প্রভাব পড়বে। যে অগণতান্ত্রিকতার দিকে দেশে চলেছে, তা থেকে সরে আসবে। পূর্ণেন্দু বলেন-- মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথদের আমরা ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছি। দু'দিন পরপরই বাংলায় চলে আসছেন। তবে এর কিন্তু কোনও লাভ হবে না। পশ্চিমবঙ্গে তৃণমূলই সরকার গঠন করবে। 


আরও পড়ুন: Bengal Election 2021: দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬, তৃণমূলের কাছে রিপোর্ট তলব কমিশনের