নিজস্ব প্রতিবেদন: ভোটের ফল ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে। কোথাও সংঘর্ষ, কোথাও বিরোধীদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ। ইতিমধ্যেই ওই হিংসায় ৩ বিজেপি কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে। এবার এক আইএসএফ সমর্থকের মৃত্যুর খবর এল দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-‘হাতে যা টিকা আছে, এই মাস অবধি চলবে’, আদর পুনাওয়ালার বক্তব্যে উদ্বেগ বাড়ল


সোমবার নিজের পাট খেতে নিড়ানির কাজ করছিলেন কদম্বগাছি উলা পূর্বপাড়ার বাসিন্দা হাসানুর জামান(৩৫) নামে এক আইএসএফ(ISF) কর্মী। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়়া হয় বলে অভিযোগ। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে বড় ভাইকে সঙ্গে নিয়ে জমিতে কাজ করছিলেন হাসানুর। সেখানেই তাঁর মৃত্যু হয়। মোট ৩টি বোমা ছোঁড়া হয়। তার মধ্যে একটি ফাটেনি।


আরও পড়ুন-IPL 2021: করোনাতঙ্কে কাঁপছে আইপিএল! KKR র পর এবার COVID-19 হানা দিল Dhoni র CSK শিবিরে


এবার দেগঙ্গা(Deganga) বিধানসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রহিমা মণ্ডল। ফল প্রকাশের পরই এলাকায় সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। এমনটাই অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএসএফ নেতা। অভিযোগ অস্বীকার করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব।