নিজস্ব প্রতিবেদন : প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি (BJP) প্রার্থী। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। এদিন নির্বাচনী (WB Assembly Election 2021) প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন শীতল কপাট। হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এদিন ঘাটালের (Ghatal) ৮ নম্বর অঞ্চলের কোতুলপুর গ্রামে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি (BJP) প্রার্থী শীতল কপাট। অভিযোগ, তখনই তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা শীতল কপাটকে প্রচার করতে বাধা দেয়। প্রচার করার সময় প্রার্থীর উপরে আক্রমণ করেন শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। হামলার জেরে আহত হয়েছেন বিজেপি প্রার্থী শীতল কপাট। তাঁকে জুতো দিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ।


হামলার ঘটনায় আরও কয়েকজন বিজেপি (BJP) কর্মীর মাথা ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। গন্ডগোলের খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ঘাটাল থানার পুলিস। হটিয়ে দেওয়া হয়েছে জমায়েত। এদিকে হামলার প্রতিবাদে আজ বিকেলে ঘাটাল সাংগঠনিক জেলার সব জায়গায় পথ অবরোধের ডাক দিয়েছেন বিজেপি কর্মীরা।


আরও পড়ুন, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের নির্দেশ পর্যবেক্ষকদলের


Nandigram-এ শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুলকালাম সোনাচূড়া