প্রদ্যুৎ দাস: গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল এবং বিজেপির দুইয়েরই ভরসা একমাত্র বিজয়ী সিপিএম প্রার্থী। পঞ্চায়েতের বোর্ড গঠনে সিপিআইএম প্রার্থীর উপর এবার ভরসা তৃণমূল ও বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফলাফল ত্রিশঙ্কু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৯। যার মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯ টি আসন এবং বিজেপি পেয়েছে ৯ টি আসন, বাকি ১ টি আসন সিপিআইএম-ের দখলে। ফলাফলের নিরিখে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।


সেই জন্য পঞ্চায়েতে বোর্ড গঠনের ক্ষেত্রে একমাত্র ভরসা ১৫/২২৪ বুথের সিপিআইএম-এর বিজয়ী প্রার্থী প্রফুল্ল চন্দ্র রায়। তাকে নিয়ে শুরু হয়েছে  তৃণমূল, বিজেপির দড়ি টানাটানি।


আরও পড়ুন: Bengal Weather Today: উত্তরে কমলেও দক্ষিনে বাড়বে বর্ষণ, উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস


যদিও বোর্ড গঠনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এখন দেখার সিপিএম-এর বিজয়ী প্রার্থী প্রফুল্ল চন্দ্র রায় কোন দলের দিকে ঝুঁকে। সিপিএম-এর বিজয়ী প্রার্থী প্রফুল্ল চন্দ্র রায় জানিয়েছেন, ‘আমি এখনও কোনও সিদ্ধান্ত নেই নি। আমাদের বিজয় মিছিল হবে, কর্মী এবং এলাকার ভোটারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব। বিজেপি-তৃণমূল উভয় দল থেকেই প্রস্তাব আসছে’। তৃণমূলের তরফে তাকে গ্রাম পঞ্চায়েত প্রধান করার প্রস্তাব এসেছে বলে তার দাবি। যদিও বিষয়টি অস্বীকার করেছে তৃণমুল নেতৃত্ব।


ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপু রায় জানিয়েছেন, ‘দলের তরফ থেকে এখনও তাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তবে উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন এইটুকু বিশ্বাস আছে। সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গঠন করবে।


আরও পড়ুন: Bhangor: মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে বাধা, ভাঙড় কলেজমোড়ে রাস্তায় বসে বিক্ষোভ শওকত-আরাবুলদের


ধূপগুড়ি পূর্ব মন্ডল বিজেপির সম্পাদক বিকাশ রায় বলেন, ‘সিপিএম-এর বিজয়ী প্রার্থী তিনি তিনবারের পঞ্চায়েত সদস্য। তৃণমূলের সঙ্গেই গ্রাম পঞ্চায়েতে ছিলেন। তিনি ভালো করে জানেন তৃণমূলকে সমর্থন করলে কী পরিণতি হবে। অঞ্চলের মানুষের স্বার্থের বিজেপিকে সমর্থন করবেন। বিজেপিতে থাকলে সম্মান পাবেন’।


তবে কোন দলকে সমর্থন করবেন সিপিএম-এর বিজয়ী প্রার্থী সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে তৃণমূল বিজেপির দড়ি টানাটানিতে শেষ হাসি কে হাসবে, কোন দল বোর্ড গঠন করবে সেই দিকেই তাকিয়ে সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)