নিজস্ব প্রতিবেদন: জানানো হল উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার দিন। শুক্রবার সকালে প্রকাশ পাবে এই ফল। বেলা ১১টার পরে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে এই বপছরের পরীক্ষার ফল। এর আগেই সাংবাদিক বৈঠক করে মেধা তালিকা প্রকাশ করা হবে বোর্ডের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বছর প্রথমবার পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। চলতি বছরের ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন। এই বছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষায়।


প্রসঙ্গত, এই বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় ৩ জুন। মাধ্যমিকের মেধা তালিকায় ছিলেন ১১৪ জন। পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। 


আরও পড়ুন: Bhowaipore Double Murder: ভবানীপুরে জোড়া খুনের কিনারা, ধৃত ২; যুক্ত মেজ জামাইয়ের আত্মীয়


২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যে ওয়েবসাইটে দেখা যাবে সেগুলি হল


www.wbchse.nic.in
www.wbresults.nic.in
www.indiaresults.com
www.exametc.com
www.results.siksha.com
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)