জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার উচ্চ মাধ্যমিকের  ফলঘোষণা। বেলা ১২ টায় মেধা তালিকা প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর বেলা ১২.৩০-এ বিভিন্ন ওয়েবসাইট এবং মেসেজের মাধ্যমে জানা যাবে পরীক্ষার ফল। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে এবছর নিয়মের কিছু পরিবর্তন হয়েছে। প্রতিবছর সকাল ১১টায় মেধা তালিকা প্রকাশ হলেও এবার সময় পিছিয়ে বেলা ১২টা করা হয়েছে। দিনের দিন রেজাল্ট হাতে পাওয়ার ক্ষেত্রেও নিয়মে বদল এনেছে সংসদ। ৩১ মে সংসদের ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। এবছর  উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ এবং শেষ হয়ছিল ২৭ মার্চ। খুব কম সময়েই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে এবছর। বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ মিলিয়ে প্রায় ৮.৫ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, WBJEE 2023: চলতি মাসেই জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, দিনক্ষণ জানালেন স্বয়ং শিক্ষামন্ত্রী...


12.54AM: পঞ্চম স্থানে রয়েছে অঙ্কিতা গরাই। তিনি পেয়েছেন ৪৯২ নম্বর অর্থাৎ ৯৮.৪ শতাংশ। নপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার পুঞ্চা থানার বড়োগ্রামে 


12.46AM: অষ্টম স্থানে ৪৮৯ নম্বর নিয়ে দক্ষিণ দিনাজপুরের সপ্তক দাস। বালুরঘাট হাই স্কুল


12.46AM: চতুর্থ স্থানে ৪৯৩ নম্বর নিয়ে দক্ষিণ দিনাজপুরের সৃজিতা বসাক। কুমারগঞ্জ ডাঙ্গারহাট হাই স্কুল


12.46AM: ৪৯৪ নম্বর নিয়ে দক্ষিণ দিনাজপুরের অনুশুয়া সাহা এবং শ্রেয়া মল্লিক তৃতীয় হয়েছেন। তাঁরা ললিতমোহন আদর্শ  উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া


12.34AM:তৃতীয় স্থানে রয়েছেন ৪ পরীক্ষার্থী 


12.32AM: দ্বিতীয় হয়েছেনে সুষমা খান এবং আবু সামা 


12.31AM: পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


  



12.30AM: প্রথম হয়েছেনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার


12.24AM: প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৮৭ জন। হুগলি থেকে সব থেকে বেশি পড়ুয়া রয়েছে মেধা তালিকায়


12.24AM: ২০২৪ সালের পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি


12.22AM: সংখ্যালঘুদের মধ্যে প্রথম মহম্মদ আসান। কলকাতা মাদ্রাসার ছাত্র


12.21AM: ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৬ শতাংশ


12.20AM: পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে ১০ নম্বর স্থানে কলকাতা


12.19AM: মোট পরীক্ষার্থী ৮৫২৪৪৪। পরীক্ষা দেন ৮২৪৮৯১ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। 


12.18AM: ১৫ জুনের মধ্যে পিপিএস এবং পিপিআর করা যাবে। 


12.17AM: ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৪.৮৪ শতাংশ বেশি 


12.13AM: বাংলা, ইংরাজি এবং অলচিকি ভাষায় পরীক্ষার প্রশ্ন করা হয়েছে


12.13AM: ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছে।


12.11AM: পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে


12.11AM: কোথাউ ইন্টারনেট বন্ধ না থাকার পরেও নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে


12.11AM: যারা এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাঁরা কোভিডের জন্য মাধ্যমিক দিতে পারেনি।


12.10AM: সংসদের তরফে ধন্যবাদ জানানো হয় সকলকে 


12.10AM: দুপুর ১২টায় শুরু হয় সংসদের সাংবাদিক সম্মেলন 


10.30 AM: কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখার প্রায় সাড়ে আট লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেন। পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৪ মার্চ থেকে ২৭ মার্চ রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছিল। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, 2023 সালের 24 মে এইচএস-এর ফল অনলাইনে প্রকাশ করা হবে এবং ওই দিন মার্কশিট বিতরণ করা হবে। 


10.10 AM: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৪ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। পরীক্ষার্থীরা wbresults.nic.in নম্বরের ওয়েবসাইট এবং ডব্লিউবিসিএইচএসই রেজাল্টস অ্যাপ থেকে তাদের স্কোরকার্ড চেক ও ডাউনলোড করতে পারবেন।


10.00 AM: ২০২৩-এর ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত WBCHSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হয়। সব আপডেট এবং সরাসরি লিঙ্কের জন্য জি ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে থাকুন।


9.50 AM: এ বছর পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে আট লক্ষ ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছে।


9.40 AM: পশ্চিমবঙ্গ দ্বাদশ পরীক্ষার ফল ২০২৩ পরীক্ষার্থীরা দেখতে পারবেন www.wbchse.wb.gov.in এবং www.wbresults.nic.in ওয়েবসাইটে।


9.30 AM: শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ২০২৩ এর ২৪ মে দুপুর ১২ টায় সরকারি ওয়েবসাইটে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে। 



আরও পড়ুন, School Fee: 'স্কুল মিষ্টির দোকান নয়', বার্ষিক ফি বৃদ্ধি মামলায় কী নির্দেশ দিল হাইকোর্ট?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)