নিজস্ব প্রতিবেদন: চাষিরা জমি দিতে চাইলে সিঙুরে ফিরতেই পারেন টাটারা। আসতে পারে আন্য কোনও শিল্পগোষ্ঠীও। মঙ্গলবার বারাসত আদালতের সামনে দাঁড়িয়ে এমনটাই বললেন সিঙুর জমি আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মাস্টারমশায় বলেন, চাষিরা স্বেচ্ছায় জমি দিলে সিঙুরে শিল্প গড়তে সমস্যা নেই। এই শর্তে যে কোনও শিল্পপতি সিঙুরে আসতে পারেন। আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি। 


 



বিজেপির সিঙুরে শিল্পের দাবিতে আন্দোলনের পাশে দাঁড়িয়ে এদিন রবীন্দ্রনাথবাবু বলেন, সিঙুরে শিল্প আমরাও চাইছি।  তবে কৃষকদের কাছ থেকে জোর করে জমি নিয়ে নয়। 


পাশাপাশি মুখ্যমন্ত্রীর "কাটমানি" দলের বিড়ম্বনা বাড়ালো কিনা এই প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, দলের বিড়ম্বনা বাড়েনি। তবে কারও কারও বিড়ম্বনা বেড়েছে। 


বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হতে চান মমতা! সংসদে সরব দিলীপ, বোঝালেন কাটমানির সংজ্ঞাও


সিঙুর আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেখানে চাষিদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। তবে সিঙুর আন্দোলনের আরেক নেতা বেচারাম মান্নার গোষ্ঠীর সঙ্গে বিবাদের জেরে সরে দাঁড়ান মাস্টারমশায়। মাঝে দীর্ঘদিন দলের সঙ্গে তেমন যোগাযোও ছিল না তাঁর।