সোমবার রাতভর বৃষ্টি হবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে
রেডার ছবি অনুসারে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও দুই মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বর্ষণের বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও সাতক্ষীরায়।
নিজস্ব প্রতিবেদন: বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে সোমবার রাতভর কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা। আবহাওয়া দফতরের রেডার ছবি বলছে, কলকাতা ও লাগোয়া এলাকার ওপর অবস্থান করছে একটি বিশাল মেঘের খণ্ড। যার ফলে রাতভর বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৮টি জেলায়।
রেডার ছবি অনুসারে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও দুই মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বর্ষণের বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও সাতক্ষীরায়।
পুরুলিয়ায় ফের নিখোঁজ বিজেপি কর্মী, পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
বৃষ্টি চলতে পারে লাগাতার কয়েক ঘণ্টা। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে মঙ্গলবার সকালে কলকাতার রাস্তায় জল জমার সম্ভাবনা রয়েছে।