ওয়েব ডেস্ক: জোড়া নিম্নচাপ অক্ষরেখা ও একটি নিম্নচাপের জের। আগামিকালও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাঞ্জাব থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। অন্যটি বিস্তৃত উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত। দুটি অক্ষরেখাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। তার জেরেই দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের আগে বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ শহরতলিতে। আরও পড়ুন- রাতভর একনাগারে বৃষ্টি, বিপর্যস্ত শহর ও শহরতলি, জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা