বাংলায় দুর্যোগ বুধবারও? উত্তর থেকে দক্ষিণ, ভারী বৃষ্টি কোথায়
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সল্টলেকে ৯, দমদমে ৮ এবং আলিপুর ৭ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে।
সন্দীপ প্রামাণিক: নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা কি আরও চলবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নিম্নচাপ এখন মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। আর একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে। যার প্রভাবে ১৪ তারিখ, বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। আর ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়ায়। ১৪ তারিখের পর থেকে বৃষ্টি একটু কমবে। উপকূল অঞ্চলে হাওয়া থাকবে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সল্টলেকে ৯, দমদমে ৮ এবং আলিপুর ৭ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, Python Caught: জাতীয় সড়কে বিশাল অজগর, গাড়িঘোড়া থমকে যানজট পৌঁছে গেল বহুদূর
আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ ও ওড়িশাতে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি হবে মারাঠাওয়াড়া, সৌরাষ্ট্র, কচ্ছ গুজরাট, মধ্য মহারাষ্ট্র কঙ্কন এবং গোয়াতে। ১৪ এবং ১৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ড এবং রাজস্থানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।