Python Caught: জাতীয় সড়কে বিশাল অজগর, গাড়িঘোড়া থমকে যানজট পৌঁছে গেল বহুদূর

স্থানীয় এক ব্যক্তি বলেন, অজগরটি রাস্তা পার হচ্ছে দেখে আমরা প্রথমে গাড়িঘোড়া থামিয়ে দিই। পরে সেটিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে বন দফতরকে খবর দিই

Updated By: Sep 13, 2022, 01:29 PM IST
Python Caught: জাতীয় সড়কে বিশাল অজগর, গাড়িঘোড়া থমকে যানজট পৌঁছে গেল বহুদূর

অরূপ বসাক: তাকে দেখে থমকে গেল ব্যাস্ত ট্রাফিক। জাতীয় সড়কে যানজটে জেরবার মাল ব্লকের বাগ্রাকোট এলাকা। সোমবার সন্ধেয় বিশাল এক অজগরক দেখে থমকে যায় গাড়িঘোড়া। খবর চাউর হতেই রাস্তায় ছুটে আসেন এলাকার লোকজন। এদিন সন্ধেয় বাগ্রাকোটের চানমাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক পার করছিল ওই অজগরটি। তাকে দেখে দাঁড়িয়ে পড়ে গাড়িঘোড়া। হর্নের দাপটে অজগরটি রাস্তার পাশে কলাগাছের জঙ্গলে ঢুকে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন এলাকার সর্পপ্রেমী পূর্ণেন্দু ঘোষ ও মালবাজার বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন-'মমতা লেডি কিম, উত্তমকুমার ডিজি', তীব্র কটাক্ষ শুভেন্দুর

গাড়িঘোড়া দাঁড়িয়ে পড়ার পর অজগরটি ফের রাস্তা পার করার চেষ্টা করছিল। সেইসময় সেটিকে ধরে ফেলেন পূর্ণেন্দুবাবু।  প্রায় ১২ ফুট লম্বা ওই অজগরটিকে খাঁচায় বন্দি করে ফেলেন তিনি। এরপর সাপটিকে নিয়ে গিয়ে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরা। এনিয়ে পূর্ণেন্দুবাবু বলেন, অজগরটিকে না ধরলে জাতীয় সড়কে গাড়িচাপা পড়ে সেটি মারা যেত। সম্ভবত বৃষ্টির কারণে পাহাড়ি এলাকা থেকে নদীতে ভেসে এলাকায় এসেছে। 

স্থানীয় এক ব্যক্তি বলেন, অজগরটি রাস্তা পার হচ্ছে দেখে আমরা প্রথমে গাড়িঘোড়া থামিয়ে দিই। পরে সেটিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে বন দফতরকে খবর দিই। তারপর এলাকার একজন সর্পপ্রেমী এসে সেটিকে ধরে খাঁচায় বন্দি করেন। পরে সেটিকে বনকর্মীরা নিয়ে যান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.