Weather Today: উত্তরে ঝোড়ো ইনিংস, দক্ষিণে `ধীরে চলো নীতি` বর্ষার
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামি অন্তত পাঁচ দিন কার্যত নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে শুক্রবার রাতের পর থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিনে আপাতত কাঙ্ক্ষিত বৃষ্টি অধরাই থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আগামি পাঁচ দিন নেই কলকাতায়। বৃহস্পতিবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রী থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৩.২ ডিগ্রি হয়। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতার কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গে সাময়িক বিরতির পর শুক্রবার রাতের পর থেকে ফের অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ। বিশেষত আলিপুরদুয়ার জেলায় হবে ভারি বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Battle of Plassey: 'বিশ্বাসঘাতকে'র গ্নানি নিয়েই কাটছে জীবন! মুর্শিদাবাদে খোঁজ মিলল মীরজাফরের বংশধরের
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামি অন্তত পাঁচ দিন কার্যত নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।