নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা নির্বাচনে পাহাড়ে তৃণমূলের পাশে থাকার বার্তা দেওয়ার পর এবার বিজেপি বিরোধী প্রচারে নামল বিমল গুরুং অনুগামীরা। তাদের একটাই দাবি, পাহাড় থেকে হঠাতে হবে বিজেপিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার কালিম্পংয়ের(Kamimpong) গরুবাথান বাজারে পোস্টারে ছয়লাপ করেছে গোর্খা জনমুক্তি মোর্চা(GJM) সমর্থকরা। সেখানে ঘোষণা, পাহাড়ে বিজেপির চিহ্ন রাখা যাবে না।  কারণ ভোটে জিতে গোর্খাদের জন্য কিছুই করেনি বিজেপি।


আরও পড়ুন-'যা কাজ করেছি, দিদি আমাকেই প্রার্থী করবে', নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা Nirmal-এর


জনমুক্তি মোর্চা নেতাদের বক্তব্য, পাহাড়ে বিজেপির(BJP) কোনও অস্তিত্ব ছিল না। আমরাই বিজেপিকে এনেছি। সাংসদ দিয়েছি। তার পরেও কেন্দ্রীয় সরকার গোর্খাদের দাবি নিয়ে দীর্ঘ দিন নীরব। গোর্খাদের সমস্যা সমাধানের কোনও চেষ্টা করেনি বিজেপি। তাই আগামী দিনে পাহাড় থেকে মুছে দিতে হবে বিজেপিকে। সেই আবেদনই পোস্টারে করা হয়েছে।


আরও পড়ুন-BJP-তে যোগ দিলেন Srabanti Chatterjee


নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই ভোটের হাওয়া গরম হওয়া শুরু করেছে পাহাড়ে। উত্তরবঙ্গের একাংশে হলেও তৃণমূলের পালে হাওয়া লাগাতে জিজেএম এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এই পোস্টারকে গুরুত্ব দিচ্ছে না স্থানীয় বিজেপি নেতৃত্ব।