দার্জিলিঙে তৃণমূল সমর্থিত GJM প্রার্থী হচ্ছেন বিনয় তামাং!

Apr 24, 2019, 07:23 AM IST
1/5

দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত জিজেএম প্রার্থী হচ্ছেন বিনয় তামাং। এমনটাই সূত্রের খবর। 

2/5

গুরুংপন্থী জিজেএম-এর সমর্থনে জিএন‌এল‌এফ-এর প্রার্থী হতে পারেন অজয় এড‌ওয়ার্ড। 

3/5

জন আন্দোলন পার্টির পক্ষে প্রার্থী হচ্ছেন অমর লামা। 

4/5

অবশ‍্য নির্বাচনে প্রার্থী হওয়ার আগে জিটিএ-র চেয়ারম‍্যান পদ থেকে ইস্তফা দেবেন বিনয় তামাং। 

5/5

আগামী ২৬ তারিখ তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা। আগামী ১৯ মে উপনির্বাচন আছে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের।