নিজস্ব প্রতিবেদন: পাহাড় ও শিলিগুড়িতে ভোট ছাড়াও আজ ৬টি পুরওয়ার্ডে উপনির্বাচন। ভোট হচ্ছে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে। আগে এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। এছাড়া ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, ওই ২টি ওয়ার্ডেও হচ্ছে উপনির্বাচন হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাস তিনক আগের পুরভোটে, কংগ্রেস প্রার্থী তপন কান্দু ১২৭ ভোটে হারান তৃণমূল প্রার্থী, সম্পর্কে তাঁর ভাইপো দীপক কান্দুকে। আর এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই আরেক ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের হয়ে লড়বেন জগন্নাথ রজক। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস। 


দমদম পুরসভার ৪ নং ওয়ার্ডে উপ নির্বাচন। গত পুর নির্বাচনের ভোট গ্রহণের আগে মারা যান ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দীপেন মজুমদার। এরফলে ভোট গ্রহণ স্থগিত ছিল। সেই কারণেই ওই ওয়ার্ডে ভোট। এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তাপস রায়, সিপিআইএম প্রার্থী শান্তনু বর্মন, বিজেপি প্রার্থী ভাস্কর রায় বর্মন, কংগ্রেস প্রার্থী সোমনাথ চক্রবর্তী।


দক্ষিণ দমদম পুরসভার ২৯ নং ওয়ার্ডে নির্বাচন। গত পুর নির্বাচনের সময় এই ওয়ার্ডে ভোট হয়নি। আদালতে ওয়ার্ডের সংরক্ষণ নিয়ে মামলা ছিল। এরফলে ভোট গ্রহণ স্থগিত ছিল। সেই মামলার নিষ্পত্তি হওয়ার পর ওই ওয়ার্ডে ভোট। এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বনশ্রী চ্যাটার্জী, সিপিআইএম প্রার্থী বন্দনা ঘোষ রায়, বিজেপি প্রার্থী মৌসুমী সেন, কংগ্রেস প্রার্থী স্বপ্না দাস।


 সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ● শিলিগুড়ি- ২৮.৩৪ ● ঝালদা- ৪৪.৮২ (২ নম্বর ওয়ার্ড) ● দমদম- ৩০.৩০ (৪ নম্বর ওয়ার্ড) ● দক্ষিণ দমদম- ২৫.০০ (২৯ নম্বর ওয়ার্ড) ● পানিহাটি- ২০.৯৮ (৮ নম্বর ওয়ার্ড) ● চন্দননগর- ২৭.৬২ (১৭ নম্বর ওয়ার্ড) ● ভাটপাড়া- ২২.৯৮ (৩ নম্বর ওয়ার্ড) শতাংশ। 


আরও পড়ুন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর ক্ষমতা আমার নেই', সাক্ষাৎকারে জানালেন অমিত শাহ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)