নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় এলে মহিলাদের নিখরচায় সরকারি পরিবহণে যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই ইশতাহারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি চ্যালেঞ্জ ছুড়লেন,'আগে রেলে মহিলাদের ফ্রি করে দেখান।' এর পাশাপাশি নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁর মন্তব্য,'নেত্রী মায়ের সমান। তাঁর সঙ্গে বেইমানি করেছ, ভগবানও ক্ষমা করবে না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার বিজেপির ইশতাহার প্রকাশ করেন অমিত শাহ (Amit Shah)। ওই দিনই তৃণমূল প্রশ্ন তুলেছিল, বিজেপির ইশতাহার প্রকাশে কোনও বাঙালি মুখ পাওয়া গেল না? সেই সুরেই এ দিন নন্দীগ্রামের সভায় অভিষেক (Abhishek Banerjee) বলেন, '৩ ঘণ্টা ঘরে ইস্তাহার নিয়ে বক্তব্য রাখলেন। অথচ একটা লাইন বাংলায় বলতে পারছে না। বাংলা জানে না। বাংলা লিখতে পারে না। নিজের নামটা বাংলায় লিখতে পারে না। তাঁরা বলছে, সোনার বাংলা করবে।' পদ্ম ইশতাহারে মহিলাদের নিখরচায় বাসে যাতায়াতের প্রতিশ্রুতিও প্রশ্ন তুলেছেন অভিষেক (Abhishek Banerjee) । তাঁর কথায়, 'রেল আপনাদের হাতে। রেলে মহিলাদের জন্য যাতায়াত ফ্রি করে দেখান আগে। এটা বহিরাগতদের দল। বিগত ১০ বছরে যা হয়েছে তা ট্রেলার। আগামী ৫ বছরে উন্নয়ন সারা ভারত দেখবে। তৃণমূলের ইশতাহার হাই কোয়ালিটির ডিভিডি। বিজেপির ভাঙা ক্যাসেট।'


 নাম না করে শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারীকে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন,'ধর্মের উস্কানি দিয়ে মাটিকে বিভক্ত করার চেষ্টা করেছে। মন্দিরে মন্দিরে ঘুরেছে। নেত্রী মায়ের সমান। তাঁর সঙ্গে বেইমানি করেছ, ভগবানও ক্ষমা করবে না।  যা করার করে নাও জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন কমিশন বি টিম হয়ে কাজ করবে। ভাবছে আধা সামরিক বাহিনী আছে। ২ তারিখের পর বাড়ি থেকে বেরোতে পারবে না।'


আরও পড়ুন- West Bengal Election 2021: দুর্গাপুজোর টাকায় Arup-Partha-র ভোটের প্রচার, কমিশনে চিঠি CPM-র