নিজস্ব প্রতিবেদন: এগরা পুরসভার প্রশাসক স্বপন নায়েকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করল বিজেপি। তাঁর বিরুদ্ধে পুর অফিস থেকে তৃণমূলের পতাকা, প্রতীক, এমনকি টাকা বিলির অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাত পর্যন্ত পুরসভা অফিস খোলা। অভিযোগ, সরকারি অফিসে নিজের ঘরে বসে দলের পতাকা, প্রতীক ও টাকা বিলি করছেন পুর প্রশাসন স্বপন নায়েক। প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়োও। সেটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। 



ঘটনাকে কেন্দ্রে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা বিদেশ পাত্রের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ  চলতে থাকে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে গেরুয়া শিবির। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পুর প্রশাসক স্বপন নায়েক।


আরও পড়ুন- West Bengal Election 2021: টিটাগড়ে BJP কর্মীকে লক্ষ্য করে গুলি, গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার TMC-র