নিজস্ব প্রতিবেদন: সিঙ্গুরে দলবদলু রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya) বিজেপি প্রার্থী হওয়ার পর থেকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। এবার আমরণ অনশনে বসলেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন কয়েক আগে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে গিয়ে দিলীপ ঘোষের হাত থেকে পদ্মপতাকা নিয়েছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya) । গতবার সিঙ্গুরে (Singur) তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। এবার আর আশি বছরের ঊর্ধ্বে কাউকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। নতুন দলে এসেই প্রার্থী হয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুর কেন্দ্রে তাঁর নাম ঘোষণার পর থেকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, সদ্য প্রাক্তন এই তৃণমূল নেতাকে তাঁরা মানবেন না।    


এবার বিক্ষোভের ধার আরও বাড়াতে চলেছেন বিক্ষুব্ধরা। রীতিমতো মঞ্চ বেঁধে আমরন অনশনে বসার সিদ্ধান্ত নিলেন তাঁরা। সিঙ্গুরের বুড়েশান্তি মাঠে অনশনে সামিল বিজেপি কর্মীরা। অনশনকারীদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে।


আরও পড়ুন- West Bengal Election 2021: হাজারের কাছাকাছি বাহিনী প্রথম দফায়, এবার উত্তরবঙ্গে নজর কমিশনের