West Bengal Election 2021: হাজারের কাছাকাছি বাহিনী প্রথম দফায়, এবার উত্তরবঙ্গে নজর কমিশনের
উত্তরবঙ্গের ভোটপ্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ।
নিজস্ব প্রতিবেদন: প্রথম দফার ভোটের আগে আরও বাহিনী চাইলেন পর্যবেক্ষকরা। এর পাশাপাশি এবার উত্তরবঙ্গের দিকে নজর দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। ২৩ মে উত্তরবঙ্গের সব জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক।
বাংলায় প্রথম দফার নির্বাচন (West Bengal Elections 2021) ২৭ মার্চ। এই দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। এই ৩০টি আসনের জন্য সপ্তাহখানেক আগে ৭০৫ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছিল। এবার নির্বাচন কমিশনের কাছে আরও ২৫০ কোম্পানি বাহিনী চাইলেন বিশেষ পর্যবেক্ষকরা। ফলে, সবমিলিয়ে ৯৫৫ কোম্পানি বাহিনী। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রের খবর, জঙ্গলমহলে নির্বাচন মাথায় রেখে এই সিদ্ধান্ত।
উত্তরবঙ্গের ভোটপ্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে কমিশনের ফুল বেঞ্চ। ২৩ মার্চ জেলাগুলির জেলাশাসক, পুলিস সুপার ও নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।