নিজস্ব প্রতিবেদন: সেই ২০১৭ সালে তৃণমূল ছেড়েছিলেন মুকুল রায় (Mukul Roy)। এখন তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সেই মুকুল রায়ের কথাই শোনা গেল মমতার গলায়। মুকুল শুভেন্দুর মতো খারাপ নয় বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। 
  
বিজেপির প্রার্থীতালিকায় বহু নাম তৃণমূল থেকে আসা নেতানেত্রীদের। প্রার্থী ঘোষণার পর দলের নির্বাচনী কার্যালয় হেস্টিংসে বিক্ষোভও দেখিয়েছেন নানা প্রান্তের বিজেপি কর্মীরা। দ্বিতীয় দফার ভোটের (West Bengal Election 2021) আগে বিজেপির অন্দরে আদি ও নব্যর দ্বন্দ্ব উস্কে মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,'অমিতবাবু খেলাটা ভুল খেললেন। নিজের লোকগুলোকে ঠকালেন। প্রতারণা করলেন। সিপিএমকে মদত দিলেন। তৃণমূল কংগ্রেস ভাঙতে গিয়ে ভেঙে দিলেন নিজের দলটা।' তারপর সামনের সারিতে থাকা নেতা বেশ কয়েকজন পুরনো বিজেপি কর্মীর নাম স্মরণ করিয়ে দেন। তাঁদের দিকে চেয়ে মমতা বলেন,'অনেকে পায়নি, সুইসাইড করছে।  এসব দেখে দিচ্ছে। কাউকে কাউকে প্রার্থী করেছে। প্রথমে দেখেছিলাম দেয়নি। তাও পছন্দমতো আসন দেয়নি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপরই মুকুল রায়ের প্রসঙ্গ টেনে মমতার স্বগতোক্তি,'মুকুল (Mukul Roy) বেচারা থাকে কাঁচরাপাড়ায়। বারাকপুর, জগদ্দল, ভাটপাড়া- এগুলি ওঁর নিজের জেলার বিধানসভা কেন্দ্র। পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে। মুকুল শুভেন্দুর (Suvendu Adhikari) মতো এত খারাপ নয়! অন্তত এটা আমি বলব।' এরপরই কর্মীদের উদ্দেশে হাসেন মমতা। অনেকেই বলছেন, হয়তো তৃণমূল নেত্রীর পুরনো দিনগুলি মনে পড়ে গিয়েছিল! 


আরও পড়ুন- West Bengal Election 2021: 'হেলান দিয়ে আছি, পড়ব না,' সভামঞ্চে হুইল চেয়ার ছেড়ে দেশভক্তির পাঠ Mamata-র