West Bengal Election 2021: রাজ্যে অঘোষিত ৩৫৬, শীতলকুচির গুলিকাণ্ডে সিআইডি তদন্তের কথা জানালেন Mamata
অমিত শাহকে (Amit Shah) কাঠগড়ায় তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দাবি করেছেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: অঘোষিত ৩৫৬ ধারা চলছে রাজ্যে। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে শীতলকুচির ঘটনা নিয়ে বলতে গিয়ে ঠিক এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে জানিয়ে দিলেন, গুলি চালানোর ঘটনার তদন্ত করবে সিআইডি (CID)। আরও একবার অমিত শাহকে কাঠগড়ায় তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দাবি করেছেন তৃণমূল নেত্রী।
বিজেপিকে নিশানা করে মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,'আজকের ঘটনার জন্য দায়ী অমিত শাহ। উনিই ষড়যন্ত্রকারী। কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করব না। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চলে। নির্বাচন কমিশনের কথায় চললেও ওরা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। এখানে অঘোষিত ৩৫৬ করে কাজ চলছে। প্রথমে ডিজিকে বদলি করল। আমাদের জিজ্ঞেস করল না। এরপর এডিজি আইনশৃঙ্খলাকে বদল করল। বিজেপির কথায় সব হচ্ছে। এসপি বদলি করল। আমাদের সুপারিশে নেয়নি।' ঘটনায় রাজ্যের প্রশাসন তদন্ত করবে বলেও জানিয়েছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'পুলিস এখন নির্বাচন কমিশনের অধীনে। বিধিভঙ্গ হচ্ছে জানি। কিন্তু, মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে তখন নীরব থাকতে পারি না। তদন্ত করে দেখব কারা, কীভাবে করল?'
তৃণমূল নেত্রী (Mamata Banerjee) আরও বলেন,'বলছে আত্মরক্ষা করেছি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিলেন। ভোটারদের কেন মারা হবে? প্রত্যেকটা গুলির পরিবর্তে বিজেপিকে একটা করে ভোট দিন। দেশের বিরোধীদের বলব কীভাবে নির্বাচন করছে বিজেপি দেখুন। এটা গণতন্ত্রের লজ্জা। কাল মাথাভাঙা হাসপাতালে যাব। নিহতদের শ্রদ্ধা জানাব। তারা বিচার পাক। এত সাংবাদিক, এত চ্যানেল, এত ক্যামেরা অথচ কারও কাছে কোনও ফুটেজ নেই। সিআইডি তদন্ত করব।'
আরও পড়ুুন- CISF জওয়ানদের ঘিরে ধরেছিল প্রায় ১৫০ জনের দল, শূন্যে গুলিতেও কাজ হয়নি