নিজস্ব প্রতিবেদন: যুদ্ধক্ষেত্র ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার গোটা দিন থাকবেন নন্দীগ্রামেই (Nandigram)। সফরসূচি বদলে পরের দিন উড়ে যাবেন উত্তরবঙ্গের উদ্দেশে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নন্দীগ্রাম ছেড়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে বৃহস্পতিবার নন্দীগ্রাম (Nandigram) ছাড়ছেন না তৃণমূল নেত্রী। দিনভর থাকবেন সেখানেই। অর্থাৎ ভোটগ্রহণপর্ব মেটার পর ইভিএম সিল হয়ে নির্দিষ্ট কেন্দ্র পর্যন্ত পৌঁছনো- পুরো নির্বাচনী ব্যবস্থায় নজর রাখবেন মমতা। শুক্রবার সকালে যাবেন উত্তরবঙ্গে।     


অন্যদিকে, শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) চতুর্থবার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, নন্দীগ্রামে ৭টি জায়গায় বহিরাগতদের এনে রেখেছেন শুভেন্দু। তারা ভোটদাতাদের হুমকি দিচ্ছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে আধ লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। ফলে, নেত্রীর কাছে এটা রীতিমতো চ্যালেঞ্জিং। তাই নিজেই কেন্দ্রে থেকে ভোটগ্রহণের যাবতীয় খুঁটিনাটিতে নজর রাখবেন নেত্রী। 


আরও পড়ুন- WB Assembly Election 2021: দ্বিতীয় দফায় নজরে নন্দীগ্রাম, অশান্তি রুখতে এলাকায় ১৪৪ ধারা জারি কমিশনের