West Bengal Election 2021: মাথা ফাটল TMC প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার, ISF-BJP বিরুদ্ধে অভিযোগ
পাল্টা আইএসএফ ও বিজেপির কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন: ভোটপরবর্তী রাজনৈতিক সংঘর্ষ মাথা ফাটল মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার। কাঠগড়ায় বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তারা।
মগরাহাট পশ্চিমের উস্তি থানার রাজারহাট এলাকায় সকাল থেকে দফায় দফায় চলছে বোমাবাজি। কোথাও আবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। এরমধ্যেই মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিনের উপরে হামলার অভিযোগ উঠল। তাঁর মাথা ফেটে গিয়েছে। তৃণমূলের দাবি, ভোটগ্রহণের দিন থেকে আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে হামলা চালাচ্ছে বিজেপি।
তৃণমূলের (TMC) বিরুদ্ধে উঠেছে পাল্টা অভিযোগ, আইএসএফ ও বিজেপির কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে ঘাসফুল শিবিরের লোকজন। গিয়াসউদ্দিনের ছেলে ঘটনায় জড়িত বলে অভিযোগ। এরপরই দুদলের মধ্যে বাধে সংঘর্ষ। তার মাঝেই গিয়াসউদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আহত তৃণমূল প্রার্থীকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন- ভোটের মাঝে রাজ্যে ধীরে ধীরে বাড়ছে Covid-19 শঙ্কা, আক্রান্ত দুহাজার পার