নিজস্ব প্রতিবেদন: রাজ্য জুড়ে জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি। ভাসছে জেলার বিস্তীর্ণ এলাকা। ভাসছে ঘাটালের বহু এলাকা। জলমগ্ন উদয়নারায়ণপুরের কয়েকটি ব্লক। গবাদি পশু নিয়ে মানুষ বাড়ির ছাদে উঠেছে। এলাকায় পরিদর্শনে খাটালে পৌঁছেছে সুব্রত মুখোপাধ্যায়। খানাকুলে গিয়েছেন বেচারাম মান্না। ডিভিসির জল নতুন করে ছাড়ার পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মানুষ ঘর-বাড়ি ছেড়ে উঠে এসেছেন রাস্তায়। সব বয়ে নিয়ে চলে এসেছেন বাসিন্দারা। কেউ নিয়ে এসেছেন গরু আর পরনের শাড়ি। কারও ভরসা একশো মুড়ি। 


আরও পড়ুন, Weather update: কাটছে নিম্নচাপের জের, বৃষ্টি হলেও পরিস্কার হবে আকাশ


অন্যদিকে বিপদসীমা ছাড়িয়েছে শীলাবতি নদী। জলের তলায় রাজ্য সড়ক, ভরসা নৌকো। ত্রাণ ও উদ্ধারকাজে NDRF। পশ্চিম মেদিনীপুরে টানা চারদিন ধরে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। 


সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বললেন, ''ডিভিসি জলছাড়ার পরিমাণ কমাচ্ছে না। রাজনীতির জন্য বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। যার ফলে প্রায় লক্ষ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত। জল ছাড়ার পরিমাণও কমাচ্ছে না। কন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাজনীতির জন্য মানুষকে বিপদে ফেলবেন না।'' 


বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা বললেন, ''পশ্চিমবঙ্গের ভুগোল নিয়ে কোনও ধারণা নেই। রাজনীতির ইতিহাসও জানেন না। সেকারণেই এসব অবান্তর কথা বলছেন। ১০ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আজ মন্ত্রী ভুলে গেছেন।'' 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)